Top 10 most Ultra Hd Photo in the World

1. Earth

রাশিয়ান ওয়েদার স্যাটেলাইট Elektro-L No. 1 থেকে তোলা এই ছবিটি তুলেছে নাসা। ১২১ মেগা পিক্সেলের এই শটটি নেয়া হয়েছে প্রায় ২২,৩৬৯ মাইল দূর থেকে!

2. Prague
অন্যতম বড় এই প্যারানোমা ছবিটি তোলা হয়েছে প্যারাগুয়ে টিভি টাওয়ার থেকে। এই ইমেজ ১৯২,০০০ পিক্সেল ওয়াইড, এবং ৯৬০০০ পিক্সেল লম্ভা আর টোটাল হলো ১৮.৪ গিগা পিক্সেল।

এটা আরেকটি সুন্দর ছবি। এই ইমেজ হলো ২৭২.৩১ গিগাপিক্সেল।

বর্তমান ডিজিটাল ফটোর মধ্যে এটা অন্যতম বিশাল একটি ছবি এটি।  এটা প্রায় ০.১৫ টেরাপিক্সের ছবি। লিঙ্ক অনুযায়ী গিয়ে দেখুন কতটা গভীর পর্যন্ত দেখা যায়।

এই ছবিটি ১.৪৭ গিগাপিক্সেলের।

ন্যাশনাল জিওগ্রাফিকের তোলা এই ছবিটি ২.৭৪ গিগাপিক্সেলের।

এই ইমেজটি তোলা হয়েছে অলিম্পিক গেমসের সময় তোলা হয়েছে।

এটা তোলা হয়েছে মাত্র ৬ মেগা পিক্সেল ডিজাটাল ক্যামেরা দিয়ে! তবে এখানে রয়েছে ১৯৬ ফটো একত্রে যার টোটাল পিক্সেল সংখ্যা হয় ১ গিগা পিক্সেল থেকেও বেশি!

এই ছবিটি ৪ গিগাপিক্সেলের।

10. Galapagos
এই ছবিটি প্রায় এক গিগা পিক্সেলের অর্ধেক।

এটা আসলেই অকল্পনীয় বর্তমানে DSLRs এর কেমন ক্ষমতা। দিনে দিনে মেগা পিক্সেল সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই সব ছবিগুলো অনেক কাছ থেকে জুম করে দেখতে পারবেন কোন সমস্যা ছাড়াই। অনেক ক্ষুদ্র দাগও চোখে দেখা যাবে।

Comments

Popular posts from this blog

Free download Electric circuit compiler - Electronics Workbench 5.12

Free Bengali Dictionary(ফ্রি ডাউলোড করুন বাংলা ডিকশনারী সফটওয়্যার)